দৃষ্টি আমার অধিকার

আইকন এইড ফাউন্ডেশন এর উদ্যোগে, বিজয় দিবস,২০২৩ বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ময়মনসিংহ, ভালুকা

Icon Aid Information Desk

3/17/20251 min read

"দৃষ্টি আমার অধিকার" — আইকন এইড ফাউন্ডেশন এর সফল চক্ষু অপারেশন কার্যক্রম

দৃষ্টি শুধু একটি শারীরিক ক্ষমতা নয়, এটি জীবনের রঙ, কর্মক্ষমতা এবং আত্মমর্যাদার প্রতীক। আর সেই দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মহান উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে আইকন এইড ফাউন্ডেশন

২০২৩ সালের বিজয় দিবস উপলক্ষে, আইকন এইড ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার ভালুকায় আয়োজন করে একটি বিনামূল্যের চক্ষু ক্যাম্প

এই ক্যাম্পে ১০০+ রোগীকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়, যাদের চক্ষু সমস্যা, বিশেষ করে ছানি রোগে আক্রান্ত ছিলেন।

দুটি ধাপে সম্পন্ন ১০০টি ছানি অপারেশন

প্রথম ধাপ:
গত ১৯ ডিসেম্বর, ২০২৩, আইকন চক্ষু হাসপাতালে ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

দ্বিতীয় ধাপ:
এরপর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে, দ্বিতীয় দফায় আরও ৫০ জন রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

আলহামদুলিল্লাহ, সবগুলো অপারেশনই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ রোগী এখন স্পষ্ট দৃষ্টিতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন।

"দৃষ্টি আমার অধিকার" – শুধু একটি স্লোগান নয়, একটি প্রতিজ্ঞা

আইকন এইড ফাউন্ডেশন বিশ্বাস করে, দৃষ্টি কোনো বিলাসিতা নয়, এটি একটি মানবিক অধিকার এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে চলেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষদের চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে।

আপনার সাহায্য আমাদের আশার আলো

আমাদের এই উদ্যোগের পেছনে রয়েছে আপনাদের দোয়া, সমর্থন, এবং অবদান।

আপনি চাইলে:
জাকাত সাদাকা দিয়ে এই কার্যক্রমে অবদান রাখতে পারেন
স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সঙ্গে কাজ করতে পারেন
একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের কাজের কথা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন

সব অনুদান বাংলাদেশ সরকারের নিকট কর মওকুফযোগ্য (Tax-Deductible) এবং আপনার জাকাত অর্থ এই প্রকল্পে ব্যবহারযোগ্য

চলুন, একসাথে দৃষ্টি ফিরিয়ে আনি হাজারো মানুষের জীবনে।
যোগাযোগ: https://iconaidfoundation.com/contacts